মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৯- কুরআনের ফাযাঈল অধ্যায়

হাদীস নং: ২১২৬
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১২৬। হযরত আবুদ্দরদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের দশটি আয়াত মুখস্থ করিবে, তাহাকে দাজ্জাল হইতে নিরাপদে রাখা হইবে। মুসলিম
كتاب فضائل القرآن
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَفِظَ عشر آيَات من أول سُورَة الْكَهْف عصم من فتْنَة الدَّجَّال» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান