মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১২৫
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১২৫। ’আব্দুল্লাহ ইবনু মাস্’উদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি রাতে সূরা আল বাকারার শেষ দু’টি আয়াত,পড়ে, সেটাই তার জন্য যথেষ্ট হবে। বুখারী, মুসলিম
كتاب فضائل القرآن
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَعَنْ أَبِي مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْآيَتَانِ مِنْ آخَرِ سُورَة الْبَقَرَة من قَرَأَ بهما فِي لَيْلَة كفتاه»
হাদীসের ব্যাখ্যা:
শেষ দুই আয়াত – ইহাতে বুঝা গেল যে, আয়াতসমূহ নাযিল হওয়ার সাথে সাথেই ঠিক হইয়া গিয়াছিল যে, উহা কোন্ সূরায় কোন্ আয়াতের আগে বা পরে বসিবে। (বিস্তারিত বিবরণ ২১১৮ নং হাদীসে দেখুন।)