মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৯- কুরআনের ফাযাঈল অধ্যায়
হাদীস নং: ২১২৪
- কুরআনের ফাযাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
২১২৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এক সময় হযরত জিবরাঈল (আঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন, এমন সময় উপর দিক হইতে একটি দরজা খোলার শব্দ শুনিলেন। তিনি উপর দিকে মাথা উঠাইলেন এবং বলিলেন, আসমানের এই যে দরজাটি আজ খোলা হইল, ইহা আজিকার পূর্বে আর কখনও খোলা হয় নাই। (হুযুর বলেন) উহা হইতে একজন ফিরিশতা নামিলেন। তখন জিবরাঈল বলিলেন: এই যে ফিরিশতা যমীনে নামিলেন, ইনি আজকের এইদিন ছাড়া ইতঃপূর্বে আর কখনও যমীনে নামেন নাই। (হুয়ূর বলেন,) তিনি সালাম করিলেন, অতঃপর আমাকে বলিলেন, দুইটি নূরের (জ্যোতির সুসংবাদ গ্রহণ করুন, যাহা আপনাকে দেওয়া হইয়াছে এবং আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই—সুরা ফাতেহা ও সূরা বাকারার শেষাংশ। আপনি উহাদের যেকোন বাক্যই পড়িবেন না কেন, নিশ্চয়, আপনাকে উহা দেওয়া হইবে। ——মুসলিম
كتاب فضائل القرآن
وَعَن ابْن عَبَّاس قَالَ: بَيْنَمَا جِبْرِيلُ قَاعِدٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ نَقِيضًا مِنْ فَوْقِهِ فَرَفَعَ رَأْسَهُ فَقَالَ: «هَذَا بَابٌ مِنَ السَّمَاءِ فُتِحَ الْيَوْمَ لَمْ يُفْتَحْ قَطُّ إِلَّا الْيَوْمَ فَنَزَلَ مِنْهُ مَلَكٌ فَقَالَ هَذَا مَلَكٌ نَزَلَ إِلَى الْأَرْضِ لَمْ يَنْزِلْ قَطُّ إِلَّا الْيَوْمَ فَسَلَّمَ وَقَالَ أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ فَاتِحَةُ الْكِتَابِ وَخَوَاتِيمُ سُورَةِ الْبَقَرَةِ لَنْ تَقْرَأَ بِحَرْفٍ مِنْهُمَا إِلَّا أَعْطيته» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
সূরা ফাতেহা ও সূরা বাকারার শেষাংশে কতক দোআ রহিয়াছে; সুতরাং হাদীসের মর্ম এই যে, আপনি যে দো'আই করিবেন না কেন, উহা কবূল করা হইবে। সূরা বাকারার শেষাংশ—“আ-মানাররাসূল” হইতে সূরার শেষ পর্যন্ত।