মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২১০৬
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, এ'তেকাফকারীর পক্ষে এই নিয়ম পালন করা আবশ্যকঃ (১) সে যেন কোন পীড়িতকে দেখিতে না যায়, (২) কোন জানাযাতে হাযির না হয় (৩) স্ত্রী-সহবাস না করে এবং (৪) তাহার সাথে ঘেঁষাঘেঁষি না করে এবং (৫) কোন আবশ্যকে বাহির না হয়, যদি না উহার জন্য নাচার হইয়া পড়ে। এ ছাড়া (৬) এ'তেকাফ হয় না রোযা ব্যতীত এবং (৭) এ'তেকাফ হয় না জামে মসজিদ ব্যতীত। –আবু দাউদ
وَعَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَتْ: السُّنَّةُ عَلَى الْمُعْتَكِفِ أَنْ لَا يَعُودَ مَرِيضًا وَلَا يَشْهَدُ جِنَازَةً وَلَا يَمَسُّ الْمَرْأَةَ وَلَا يُبَاشِرُهَا وَلَا يَخْرُجُ لِحَاجَةٍ إِلَّا لِمَا لابد مِنْهُ وَلَا اعْتِكَافَ إِلَّا بِصَوْمٍ وَلَا اعْتِكَافَ إِلَّا فِي مَسْجِدٍ جَامِعٍ. رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

(ক) ওয়াজিব বা সুন্নত এ'তেকাফ রোযার সাথে ব্যতীত হয় না। কিন্তু নফল এ'তেকাফের জন্য রোযা রাখা শর্ত নহে।
(খ) হানাফী ওলামাদের মতে 'জামে মসজিদ' অর্থে এখানে এইরূপ মসজিদকেই বুঝান হইয়াছে যাহাতে নিয়মিত জামাআত হয়। সুতরাং তাহাদের মতে জামাআতওয়ালা পাঞ্জেগানা মসজিদেও এ'তেকাফ জায়েয। তবে নিয়মিত জামাআত না হইলে উহাতে জায়েয নহে। কেননা, জামাআতের গুরুত্ব এ'তেকাফ অপেক্ষা অনেক বেশী।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১০৬ | মুসলিম বাংলা