মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২১০৫
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) এ'তেকাফ অবস্থায় হ্যাঁটিতে পথের এদিক সেদিক না যাইয়া ও না দাঁড়াইয়া রোগীর অবস্থা জিজ্ঞাসা করিতেন। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُ الْمَرِيضَ وَهُوَ مُعْتَكِفٌ فَيَمُرُّ كَمَا هُوَ فَلَا يُعَرِّجُ يَسْأَلُ عَنْهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
মানবীয় প্রয়োজনে বাহিরে গেলে এদিক সেদিক না যাইয়া ও না দাঁড়াইয়া রোগীর অবস্থা জিজ্ঞাসা করা অথবা জানাযার নামায আরম্ভ হইয়াছে দেখিলে উহাতে শামিল হওয়া জায়েয। ইমাম চতুষ্টয় এই হাদীস দ্বারা ইহাই বুঝিয়াছেন।
