মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২১০৪
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ইতিকাফ
২১০৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন এ'তেকাফের ইচ্ছা করিতেন, ফজরের নামায পড়িতেন অতঃপর এ'তেকাফের স্থানে প্রবেশ করিতেন। – আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ ثُمَّ دَخَلَ فِي مُعْتَكَفِهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

'এ'তেকাফের স্থানে'—মূলে মু'তাকাফ্ শব্দ রহিয়াছে। ইমাম আওযায়ী ও লায়স (রঃ) ইহার অর্থ করেন মসজিদ। সুতরাং তাহাদের মতে এতেকাফের সময় আরম্ভ হয় একুশ তারিখের ফজর হইতে। পক্ষান্তরে ইমাম আবু হানীফা, মালেক ও শাফেয়ী ও আমদের মতে ইহার অর্থ মসজিদে ঘেরা স্থান। অর্থাৎ হুযূর মসজিদে প্রবেশ করিতেন তো বিশ তারিখে সূর্যাস্তের পূর্বে কিন্তু ঐ ঘেরা করা স্থানে প্রবেশ করিতেন রাত্রি শেষে ফজরের পরে। সুতরাং তাহাদের মতে এ'তেকাফের সময় আরম্ভ হয় বিশ তারিখের সূর্যাস্তের পর হইতেই।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২১০৪ | মুসলিম বাংলা