মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৭৭
৭. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ
২০৭৭। হযরত আনাস (রাঃ) বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের নিকট পৌঁছিলেন। উম্মে সুলাইম তাহার নিকট কিছু খেজুর ও ঘি উপস্থিত করিলেন। হুযুর বলিলেন: তোমাদের ঘি উহার মশকে এবং খেজুরও উহার ঝুড়িতে রাখিয়া দাও! আমি রোযা রাখিয়াছি। অতঃপর তিনি ঘরের এক কোণে যাইয়া কিছু নফল নামায পড়িলেন আর উম্মে সুলাইম ও তাহার ঘরবাসীদের জন্য দো'আ করিলেন। বুখারী
وَعَنْ أَنَسٍ قَالَ: دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أُمِّ سُلَيْمٍ فَأَتَتْهُ بِتَمْرٍ وَسَمْنٍ فَقَالَ: «أَعِيدُوا سَمْنَكُمْ فِي سِقَائِهِ وَتَمْرَكُمْ فِي وِعَائِهِ فَإِنِّي صَائِمٌ» . ثُمَّ قَامَ إِلَى نَاحِيَةٍ مِنَ الْبَيْتِ فَصَلَّى غَيْرَ الْمَكْتُوبَةِ فَدَعَا لأم سليم وَأهل بَيتهَا. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৭৭ | মুসলিম বাংলা