মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৬১
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬১। হযরত মুসলিম কুরাইশী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম অথবা কাহারও কর্তৃক তিনি জিজ্ঞাসিত হইলেন (রাবীর সন্দেহ) সারা বছর রোযা রাখা সম্পর্কে। উত্তরে তিনি বলিলেনঃ তোমার উপর তোমার পরিবারের হক রহিয়াছে। সুতরাং তুমি রোযা রাখিবে রমযান মাস এবং উহার সাথে যে মাস রহিয়াছে তাহাতে, এ ছাড়া প্রত্যেক বুধবার ও বৃহস্পতিবার। তখন তুমি সারা বছর রোযা রাখিলে।—আবু দাউদ ও তিরমিযী
وَعَن مُسلم الْقرشِي قَالَ: سَأَلت أَوْ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَن صِيَام الدَّهْر فَقَالَ: «إِنَّ لِأَهْلِكَ عَلَيْكَ حَقًّا صُمْ رَمَضَانَ وَالَّذِي يَلِيهِ وَكُلَّ أَرْبِعَاءَ وَخَمِيسٍ فَإِذًا أَنْتَ قَدْ صُمْتَ الدَّهْرَ كُلَّهُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

'উহার সাথে যে মাস রহিয়াছে'—অর্থাৎ শাওয়াল মাসে। উহাতে ছয়টি রোযা রাখিবে। শা'বান মাসেও হইতে পারে, তবে উহার শেষার্ধে রোযা রাখা সাধারণের পক্ষে নিষেধ যদিও হুযূর রাখিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৬১ | মুসলিম বাংলা