মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০৬০
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬০। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে নির্দেশ দিয়াছিলেন প্রত্যেক মাসে তিন দিন রোযা রাখিতে যাহার প্রথম দিন সোমবার অথবা বৃহস্পতিবার হয়। – আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُنِي أَنْ أَصُومَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ أَوَّلُهَا الِاثْنَيْنِ وَالْخَمِيس. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই দুই হাদীস দ্বারা এ সম্পর্কীয় প্রায় সমস্ত গরমিলেরই মিল হইয়া যায়। হুযূর যদিও সোম, বৃহস্পতি ও শুক্রবারের প্রতি অধিকতর গুরুত্ব আরোপ করিতেন; কিন্তু সপ্তাহের অপর দিনসমূহকেও বাদ দিতেন না। ফলে শুধু একটা রোযা রাখারও আর প্রশ্ন উঠে না।
