মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০৪০
৬. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৪০। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দিন—আশুরার দিন এবং এই মাস রমযান মাস ব্যতীত কোন দিনের রোযা রাখার জন্য এত অধিক খেয়াল রাখিতে এবং উহাকে অপর দিনসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করিতে দেখি নাই। — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلَّا هَذَا الْيَوْمَ: يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرُ يَعْنِي شَهْرَ رَمَضَان

হাদীসের ব্যাখ্যা:

আশুরার শ্রেষ্ঠত্ব সম্পর্কে এ ধারণা হযরত ইবনে আব্বাসেরই, হুযূরের নহে। আবু কাতাদাহ প্রমুখাৎ বর্ণিত মুসলিমের এক হাদীসে আছে, হুযুর বলিয়াছেন, আশুরার রোযা এক বছরের (সগীরা গোনাহর) কাফ্ফারা হয় আর আরাফার রোযা দুই বছরের কাফ্ফারা। সুতরাং আশুরা অপেক্ষা আরাফার দিনই শ্রেষ্ঠ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০৪০ | মুসলিম বাংলা