মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০১৬
৩. তৃতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১৬। তাবেয়ী সাবেত বুনানী (রঃ) বলেন, একদা হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-কে জিজ্ঞাসা করা হইল, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় কি আপনারা রোযাদারের পক্ষে শিঙ্গা লওয়াকে মকরূহ মনে করিতেন? তিনি বলিলেন, না, তবে দুর্বলতা আসিবার কারণে (নাপছন্দ করিতাম)। — বুখারী
وَعَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ قَالَ: سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ: كُنْتُمْ تَكْرَهُونَ الْحِجَامَةَ لِلصَّائِمِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: لَا إِلَّا مِنْ أَجْلِ الضَّعْفِ. رَوَاهُ الْبُخَارِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০১৬ | মুসলিম বাংলা