মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০১৫
৩. তৃতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১৫। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন জিনিস রোযাদারের রোযা নষ্ট করে না— শিঙ্গা লওয়া, বমি করা এবং স্বপ্নদোষ। —তিরমিযী; কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গায়রে মাহফুয অর্থাৎ শায। ইহার রাবী আব্দুর রহমান ইবনে যায়দ যঈফ।
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ لَا يُفْطِرْنَ الصَّائِمَ الْحِجَامَةُ وَالْقَيْءُ وَالِاحْتِلَامُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَيْرُ مَحْفُوظٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زيد الرَّاوِي يضعف فِي الحَدِيث
হাদীসের ব্যাখ্যা:
তিরমিযী ছাড়া হাদীসটিকে ইমাম দারা কুতনী, বায়হাকী ও ইমাম আবু দাঊদও রেওয়ায়ত করিয়াছেন। ইমাম আবু হাতেম রাযী ও ইমাম আবু যোরআ রাযী আবু দাউদের সূত্রটিকে সহীহ্ বলিয়াছেন। সুতরাং শিঙ্গা দ্বারা রোযা নষ্ট হইবে না।
