মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০১৩
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে রমযানের একটি রোযা ভাঙ্গিয়াছে ওযর ও রোগ ব্যতীত, তাহার উহা পূরণ করিবে না সারা জীবনের রোযা – যদিও সে সারা জীবন রোযা রাখে। – আহমদ, তিরমিযী, আবু দাউদ, ইবনে মাজাহ্, দারেমী এবং বুখারী (সনদহীনভাবে) তাঁহার 'তরজমাতুল বাবে'। কিন্তু তিরমিযী বলেন, আমি ইমাম বুখারীকে বলিতে শুনিয়াছি তিনি বলিয়াছেন, এই হাদীসের রাবী আবুল মুতাব্বেস-এর ইহা ছাড়া আর কোন হাদীস আছে বলিয়া আমার জানা নাই।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَفْطَرَ يَوْمًا مِنْ رَمَضَانَ مِنْ غَيْرِ رُخْصَةٍ وَلَا مَرَضٍ لَمْ يَقْضِ عَنْهُ صَوْمُ الدَّهْرِ كُلِّهِ وَإِنْ صَامَهُ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَالْبُخَارِيُّ فِي تَرْجَمَةِ بَابٍ وَقَالَ التِّرْمِذِيُّ: سَمِعْتُ مُحَمَّدًا يَعْنِي البُخَارِيّ يَقُول. أَبُو الطوس الرَّاوِي لَا أَعْرِفُ لَهُ غَيْرَ هَذَا الْحَدِيثِ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম কুরতুবী বলেন, হাদীসটি যঈফ এবং প্রমাণে ব্যবহারের অযোগ্য। সুতরাং দুই মাস এক সাথে রোযা রাখিলে এইরূপ রোযার কাফ্ফারা বা ক্ষতিপূরণ হইয়া যায়—ইহাই ফকীহগণের অভিমত। —মিরকাত
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০১৩ | মুসলিম বাংলা