মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০১২
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১২। হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ) বলেন, একবার রমযানের আঠার তারিখ অন্তে রাসূলুল্লাহ্ (ﷺ) আমার হাত ধরিয়া (মদীনার কবরস্থান) বকী'তে এক ব্যক্তির নিকট গেলেন, তখন সে শিঙ্গা লইতেছিল। ইহা দেখিয়া হুযুর (ﷺ) বলিলেনঃ যে শিঙ্গা লইতেছে এবং যে শিঙ্গা বসাইতেছে উভয়ে রোযা ভাঙ্গিয়া ফেলিল। –আবু দাউদ, ইবনে মাজাহ্ ও দারেমী। রাবী বলেন, যাহারা রোযাতে শিঙ্গা লওয়াকে আপত্তিকর বলিয়া মনে করেন না, তাঁহাদের মতে 'রোযা ভাঙ্গিয়া ফেলিল' – অর্থ রোযা ভাঙ্গার পথে অগ্রসর হইল। শিঙ্গা গ্রহণকারী দুর্বল হইয়া পড়ার কারণে আর শিঙ্গাদাতা এই কারণে যে শিঙ্গা টানার সময় রক্ত তাহার পেটে প্রবেশ হইতে সে নিরাপদ নহে।
وَعَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى رَجُلًا بِالْبَقِيعِ وَهُوَ يَحْتَجِمُ وَهُوَ آخِذٌ بِيَدِي لِثَمَانِيَ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ فَقَالَ: «أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ. قَالَ الشَّيْخُ الْإِمَامُ مُحْيِي السُّنَّةِ رَحِمَهُ اللَّهُ عَلَيْهِ: وَتَأَوَّلَهُ بَعْضُ مَنْ رَخَّصَ فِي الْحِجَامَةِ: أَيْ تَعَرُّضًا لِلْإِفْطَارِ: الْمَحْجُومُ لِلضَّعْفِ وَالْحَاجِمُ لِأَنَّهُ لَا يَأْمَنُ مِنْ أَنْ يَصِلَ شَيْءٌ إِلَى جَوْفِهِ بمص الملازم

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে ইমাম আহমদ (রঃ) বলেন, শিঙ্গা দ্বারা উভয়ের রোযা নষ্ট হইয়া যায়; কিন্তু বজ্জার কর্তৃক বর্ণিত ইবনে আব্বাসের হাদীস অনুসারে ওলামাসাধারণ ও ইমাম আ'যম আবু হানীফা ও শাফেয়ী (রঃ) বলেন, রোযা নষ্ট হয় না; বরং মকরূহও হয় না। অবশ্য উহার দ্বারা শরীরে দুর্বলতা আসিলে মরূহ হয়। —মিরকাত
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০১২ | মুসলিম বাংলা