মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ২০১১
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১১। নবী করীম (ﷺ)-এর কোন এক সাহাবী বলেন, আমি নবী করীম (ﷺ)-কে আরজ নামক স্থানে দেখিয়াছি, পিপাসা অথবা গরমের কারণে (রাবীর সন্দেহ) মাথায় পানি ঢালিতেছেন রোযাদার অবস্থায়। —মালেক ও আবু দাউদ
وَعَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ يَصُبُّ عَلَى رَأْسِهِ الْمَاءَ وَهُوَ صَائِمٌ مِنَ الْعَطَشِ أَوْ مِنَ الْحَرِّ. رَوَاهُ مَالك
