মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০১০
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০১০। হযরত আনাস (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযূর ! আমার চোখে ব্যথা করে, আমি কি উহাতে সুর্মা ব্যবহার করিতে পারি রোযাদার অবস্থায় ? হুযুর বলিলেনঃ হ্যাঁ, পার। — তিরমিযী এবং তিনি বলিয়াছেন যে, ইহার সনদ সবল নহে। ইহার রাবী আবু আতেকাকে যঈফ বলা হয়।
وَعَنْ أَنَسٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: اشتكيت عَيْني أَفَأَكْتَحِلُ وَأَنَا صَائِمٌ؟ قَالَ: «نَعَمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: لَيْسَ إِسْنَادُهُ بِالْقَوِيِّ وَأَبُو عَاتِكَةَ الرَّاوِي يضعف

হাদীসের ব্যাখ্যা:

ইমাম মালেক, শাফেয়ী ও আহমদ প্রমুখ ইমামগণ (বিনা ওযরে) রোযায় সুর্মা ব্যবহার করাকে মকরূহ মনে করেন; কিন্তু ইমাম আবু হানীফা (রঃ) মনে করেন, ইহাতে কোন আপত্তি নাই। এ হাদীসে ইহাই রহিয়াছে। —মিরকাত
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০১০ | মুসলিম বাংলা