মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ২০০৪
৩. প্রথম অনুচ্ছেদ - সওম পবিত্র করা
২০০৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, আমরা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসাছিলাম, এমন সময় তাঁহার নিকট এক ব্যক্তি আসিয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি ধ্বংস হইয়াছি। হুযুর বলিলেন: তোমার কি হইয়াছে? সে বলিল, আমি আমার স্ত্রীর সাথে সহবাস করিয়াছি, তখন আমি রোযাদার ছিলাম। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমার কি কোন গোলাম আছে যাহা আযাদ করিয়া দিতে পার ? সে বলিল, না। অতঃপর হুযুর বলিলেন, তোমার কি শক্তি আছে এক সাথে দুই মাস রোযা রাখিতে পার? সে বলিল, না। তৎপর হুযুর বলিলেন, তোমার কি সঙ্গতি আছে যে, তুমি ষাটজন মিসকীনকে খানা খাওয়াইতে পার ? সে বলিল, না। হুযূর বলিলেন, আচ্ছা তুমি বস! (রাবী বলেন,) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করিতে লাগিলেন এবং আমরাও এ অবস্থায় ছিলাম, এমন সময় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুরপূর্ণ একটি ঝুড়ি (হাদিয়া) দেওয়া হইল। তখন হুযূর বলিলেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলিল, হুযূর এই যে, আমি। হুযূর বলিলেন, এইটি লও এবং দান করিয়া দাও ! সে বলিল, ইয়া রাসূলাল্লাহ্ ! আমাদের অপেক্ষাও অধিকতর মিসকীন কে? খোদার কসম মদীনার এই প্রস্তরময় দুই প্রান্তের মধ্যে আমাদের পরিবার অপেক্ষা অধিকতর মিসকীন পরিবার আর নাই। ইহা শুনিয়া নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া দিলেন যাহাতে তাঁহার সম্মুখের দাঁতসমূহ প্রকাশিত হইয়া গেল। অতঃপর বলিলেন, আচ্ছা তবে তুমি তোমার পরিবারকেই খাওয়াও। – মোত্তাঃ
وَعَن أبي هُرَيْرَة قَالَ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: يَا رَسُول الله هَلَكت. قَالَ: «مَالك؟» قَالَ: وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَأَنَا صَائِمٌ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا؟» . قَالَ: لَا قَالَ: «فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ؟» قَالَ: لَا. قَالَ: «هَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا؟» قَالَ: لَا. قَالَ: «اجْلِسْ» وَمَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم فَبينا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَقٍ فِيهِ تَمْرٌ وَالْعَرَقُ الْمِكْتَلُ الضَّخْمُ قَالَ: «أَيْنَ السَّائِلُ؟» قَالَ: أَنَا. قَالَ: «خُذْ هَذَا فَتَصَدَّقْ بِهِ» . فَقَالَ الرَّجُلُ: أَعَلَى أَفْقَرَ مِنِّي يَا رَسُولَ اللَّهِ؟ فَوَاللَّهِ مَا بَيْنَ لَابَتَيْهَا يُرِيدُ الْحَرَّتَيْنِ أَهْلُ بَيْتِ أَفْقَرُ م أَهْلِ بَيْتِي. فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ: «أَطْعِمْهُ أهلك»

হাদীসের ব্যাখ্যা:

'তবে তুমি তোমার পরিবারকেই খাওয়াও'। অর্থাৎ, এখন তাহাদিগকে খাইতে দাও ! পরে যখন তোমার সামর্থ্য হইবে, তখন এই রোযার কাফ্ফারা আদায় করিবে। কেহ বলেন, ইহা সেই ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা ছিল আর কেহ বলেন, ইহা পরে মানসুখ হইয়া গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২০০৪ | মুসলিম বাংলা