মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ১৯৮৮
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কেহ আযান শুনে আর খাওয়ার বাসন তাহার হাতে থাকে তখন সে যেন উহা রাখিয়া না দেয় যাবৎ না উহা হইতে আপন আবশ্যক পূর্ণ করে। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَمِعَ النِّدَاءَ أَحَدُكُمْ وَالْإِنَاءُ فِي يَدِهِ فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
'আযান' অর্থে এখানে মাগরিবের আযানও হইতে পারে, তখন ইহার অর্থ হইবে ইফতার না করিয়া যেন কেহ মাগরিবের নামায না পড়ে। আবার আযান অর্থে ফজরের আযানও হইতে পারে, তখন ইহার অর্থ হইবে আযান শুনিলেই খাওয়া পিয়া তরক করিবে না; বরং তখন দেখিবে যে, সত্য সত্যই সুবহে সাদেক আরম্ভ হইয়াছে কিনা। মোআজ্জিনের আন্দায হয়তো ঠিক নাও হইতে পারে। এ ছাড়া এখানে 'আযান' অর্থে হযরত বেলালের আযানও হইতে পারে। তিনি সুবহে সাদেক হইবার পূর্বে আযান দিতেন বলিয়া অপর হাদীসে আছে। – (আশে'অ্যা)
