মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৮৭
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সওম পর্বের বিক্ষিপ্ত মাস্আলাহ্
১৯৮৭। হযরত হাফসা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ফজর হওয়ার পূর্বে নিয়ত করে নাই তাহার রোযা হয় নাই ! — তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী
কিন্তু আবু দাউদ বলেন, তাবেয়ী মা'মার, যুবায়দী, ইবনে উয়াইনা ও ইউনুস আয়লী হাদীসটিকে 'মাউকুফ' অর্থাৎ বিবি হাসার উক্তি হিসাবেই বর্ণনা করিয়াছেন। ইহাদের প্রত্যেকেই হাদীসটি যুহরী হইতে রেওয়ায়ত করিয়াছেন।
عَن حَفْصَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَجْمَعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمَيُّ وَقَالَ أَبُو دَاوُد: وَقفه على حَفْصَة معمر والزبيدي وَابْنُ عُيَيْنَةَ وَيُونُسُ الَأَيْلِيُّ كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ

হাদীসের ব্যাখ্যা:

ইমাম মালেক এই হাদীস অনুসারে ফরয, নফল ইত্যাদি সকল রকমের রোযাতেই সুবহে সাদেকের পূর্বেই নিয়ত করাকে ফরয মনে করেন। নফল ব্যতীত ফরয, মান্নত ইত্যাদির রোযায় ইমাম শাফেয়ী ও আমদের এই মত; কিন্তু ইমাম আবু হানীফা (রঃ) সালামা ইবনে আয়া কর্তৃক আশুরা সম্পর্কে বর্ণিত হাদীস অনুসারে বলেন, কাযা, কাফ্ফারা ও অনির্দিষ্ট মান্নতের রোখা ব্যতীত ফরয, নফল ও নির্দিষ্ট মান্নতের রোযায় সূর্য ঢলিয়া যাওয়ার পূর্ব পর্যন্ত নিয়ত করিলেই চলে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৮৭ | মুসলিম বাংলা