মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ১৯৮১
১. তৃতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৮১। তাবেয়ী আবুল বাখতারী (রঃ) বলেন, একবার আমরা ওমরা করার জন্য বাহির হইলাম। যখন আমরা (তায়েফ ও মক্কার মধ্যস্থলে অবস্থিত) বাতুনে নালা নামক স্থানে অবতীর্ণ হইলাম সকলে মিলিয়া চাঁদ দেখিতে লাগিলাম। লোকের মধ্যে কেহ বলিল, ইহা তিন দিনের চাঁদ আর কেহ বলিল, দুই দিনের। পরে আমরা হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর সহিত সাক্ষাৎ করিলাম এবং বলিলাম, আমরা রমযানের চাঁদ দেখিয়াছি ! কিন্তু লোকের মধ্যে কেহ বলে, উহা তিন দিনের চাঁদ আর কেহ বলে, উহা দুই দিনের। তিনি বলিলেন, তোমরা কোন্ রাতে দেখিয়াছ? আমরা বলিলাম, অমুক রাতে। তখন তিনি বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তারিখ ধরিতেন যে রাত্রিতে দেখিতেন। সুতরাং উহা সেই রাত্রিরই চাঁদ যে রাতে তোমরা উহা দেখিয়াছ !
অপর এক বর্ণনায় তাঁহা হইতে বর্ণিত আছে, আমরা রমযানের চাঁদ দেখিলাম, তখন আমরা (বাতনে নখলার নিকট) যাতে ইরক নামক স্থানে। অতঃপর আমরা এক ব্যক্তিকে হযরত ইবনে আব্বাসের নিকট পাঠাইলাম এসম্পর্কে তাঁহাকে জিজ্ঞাসা করার জন্য। ইবনে আব্বাস বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা মাস নির্ধারিত করিয়াছেন চাঁদ দেখার সাথে। যদি তোমাদের প্রতি চাঁদ অপ্রকাশিত থাকে, তবে তোমরা শা'বানকে পূর্ণ করিবে। —মুসলিম
অপর এক বর্ণনায় তাঁহা হইতে বর্ণিত আছে, আমরা রমযানের চাঁদ দেখিলাম, তখন আমরা (বাতনে নখলার নিকট) যাতে ইরক নামক স্থানে। অতঃপর আমরা এক ব্যক্তিকে হযরত ইবনে আব্বাসের নিকট পাঠাইলাম এসম্পর্কে তাঁহাকে জিজ্ঞাসা করার জন্য। ইবনে আব্বাস বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা মাস নির্ধারিত করিয়াছেন চাঁদ দেখার সাথে। যদি তোমাদের প্রতি চাঁদ অপ্রকাশিত থাকে, তবে তোমরা শা'বানকে পূর্ণ করিবে। —মুসলিম
وَعَنْ أَبِي الْبَخْتَرِيِّ قَالَ: خَرَجْنَا لِلْعُمْرَةِ فَلَمَّا نَزَلْنَا بِبَطْنِ نَخْلَةَ تَرَاءَيْنَا الْهِلَالَ. فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ ثَلَاثٍ. وَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ فَلَقِينَا ابْنَ عَبَّاسٍ فَقُلْنَا: إِنَّا رَأَيْنَا الْهِلَالَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ ثَلَاثٍ وَقَالَ بَعْضُ الْقَوْمِ: هُوَ ابْنُ لَيْلَتَيْنِ. فَقَالَ: أَيُّ لَيْلَةٍ رَأَيْتُمُوهُ؟ قُلْنَا: لَيْلَةَ كَذَا وَكَذَا. فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَدَّهُ لِلرُّؤْيَةِ فَهُوَ لِلَيْلَةِ رَأَيْتُمُوهُ وَفِي رِوَايَةٍ عَنْهُ. قَالَ: أَهَلَلْنَا رَمَضَانَ وَنَحْنُ بِذَاتِ عِرْقٍ فَأَرْسَلْنَا رَجُلًا إِلَى ابْنِ عَبَّاسٍ يَسْأَلُهُ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن الله تَعَالَى قد أَمَدَّهُ لِرُؤْيَتِهِ فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
শা'বানের ঊনত্রিশ তারিখে আবর ইত্যাদির কারণে চাঁদ দেখা গেল না। পরদিন উহা বড় দেখা গেল, মনে হয়, উহা দুই দিনের। ইহার প্রতি খেয়াল না করিয়া শা'বানের মাস ত্রিশ দিনে পূর্ণ করিয়া তৎপর দিন রোযা রাখিতেই এই হাদীসে নির্দেশ দেওয়া হইয়াছে।
