মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৭৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৭৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, একবার বহু লোক মিলিয়া চাঁদ দেখিতে ও দেখাইতে লাগিল, আমি যাইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-কে সংবাদ দিলাম যে, আমি চাঁদ দেখিয়াছি। ইহাতে হুযূর নিজেও রোযা রাখিলেন এবং লোকদিগকেও রোযা রাখিতে নির্দেশ দিলেন। – আবু দাউদ ও দারেমী
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: تَرَاءَى النَّاسُ الْهِلَالَ فَأَخْبَرْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي رَأَيْتُهُ فَصَامَ وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ. رَوَاهُ أَبُو دَاوُد والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৭৯ | মুসলিম বাংলা