মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৭৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৭৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)-এর নিকট এক বেদুইন আসিয়া বলিল, আমি চাঁদ অর্থাৎ রমযানের চাঁদ দেখিয়াছি। হুযূর তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি এই সাক্ষ্য দাও যে, আল্লাহ্ ব্যতীত কোন মা'বূদ নাই ? সে বলিল, হ্যাঁ। পুনরায় হুযূর জিজ্ঞাসা করিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ আল্লাহ্ রাসূল? সে বলিল, হ্যাঁ। হুযূর (ﷺ) বলিলেনঃ হে বেলাল! লোকদের মধ্যে ঘোষণা করিয়া দাও, তাহারা যেন (কাল) রোযা রাখে। –আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي رَأَيْتُ الْهِلَالَ يَعْنِي هِلَالَ رَمَضَانَ فَقَالَ: «أَتَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ؟» قَالَ: نَعَمْ قَالَ: «أَتَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ؟» قَالَ: نَعَمْ. قَالَ: «يَا بِلَالُ أَذِّنْ فِي النَّاسِ أَن يَصُومُوا غَدا» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস হইতে বুঝা গেল যে, (১) চাঁদ দর্শক ব্যক্তির মুসলমান হইতে হইবে। (২) রমযানের চাঁদ দেখার ব্যাপারে একজনের সাক্ষ্যও গ্রহণযোগ্য—যদিও বিশদভাবে জানা না যায় যে, সে নেক ও বিশ্বস্ত লোক কিনা ? ইহা তখনকারই কথা, যখন আকাশ পরিষ্কার না থাকে। আকাশ পরিষ্কার থাকিলে, একজনের সাক্ষ্য গ্রহণযোগ্য নহে। ঈদের চাঁদে আকাশ পরিষ্কার থাকিলে বহু লোকের সাক্ষ্য আবশ্যক। পরিষ্কার না থাকিলে অন্ততঃ দুইজন নেক ও বিশ্বস্ত লোকের সাক্ষ্য আবশ্যক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৭৮ | মুসলিম বাংলা