মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৭৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৭৬। হযরত উম্মে সালামা্ (রাঃ) বলেন, আমি কখনও নবী করীম (ﷺ)-কে দুই মাসের রোযা এক সাথে রাখিতে দেখি নাই শা'বান ও রমযান ব্যতীত। – আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَن أم سَلمَة قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ إِلَّا شَعْبَانَ وَرَمَضَانَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

আবু হুরায়রার হাদীসে, শা'বানের শেষার্ধে রোযা রাখিতে যে নিষেধ করা হইয়াছে তাহা উম্মতের পক্ষে; কিন্তু হুযূর কখনও কখনও এইরূপ রোযা রাখিয়াছেন। কেননা, তাঁহার শক্তির সহিত আমাদের শক্তির তুলনা করা যায় না। ইহা তিনি সামনের এই হাদীসে নিজেই বলিয়াছেন। আর কাহারও মতে হুযূর উহা শেষ যমানায় ছাড়িয়া দিয়াছিলেন। আবু হুরায়রার হাদীস শেষ যমানারই হাদীস।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৭৬ | মুসলিম বাংলা