মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৮- রোযার অধ্যায়
হাদীস নং: ১৯৭৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৭৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ রমযান ঠিক করার জন্য তোমরা শা'বানের চাঁদের হিসাব রাখিবে। -তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أحصوا هِلَال شعْبَان لرمضان» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস অনুসারে—শা'বানের চাঁদ, রমযানের চাঁদ, শাওয়ালের চাঁদ ও যিলহজ্জের চাঁদ করে উঠিতেছে ইহার খেয়াল রাখাকে ফকীহগণ ওয়াজিব বলেন। কেননা, ইহার উপর রোযা ও ঈদ নির্ভর করে।
