মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৮- রোযার অধ্যায়

হাদীস নং: ১৯৬৪
তৃতীয় অনুচ্ছেদ
১৯৬৪। হযরত আনাস ইবনে মালেক (রাঃ) বলেন, একবার রমযান মাস আসিল। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে বলিলেনঃ এই মাস তোমাদের নিকট উপস্থিত হইয়াছে, ইহাতে এমন একটি রাত্রি রহিয়াছে, যাহা হাজার মাস অপেক্ষাও উত্তম। যে উহার কল্যাণ হইতে বঞ্চিত হইয়াছে, সে সর্ব প্রকার কল্যাণ হইতেই বঞ্চিত হইয়াছে, আর উহা হইতে বঞ্চিত হয় না চির বঞ্চিত ব্যক্তি ব্যতীত কেহই। —ইবনে মাজাহ্
وَعَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: دَخَلَ رَمَضَانُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مَنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلَا يُحْرَمُ خَيْرَهَا إِلَّا كل محروم» . رَوَاهُ ابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯৬৪ | মুসলিম বাংলা