মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯৪১
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি কি তোমাদিগকে বলিব না তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি কে? উত্তম ব্যক্তি সে-ই, যে আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য আপন ঘোড়ার বাগ ধরিয়া রহিয়াছে। পুনরায় বলিলেন, আমি কি তোমাদিগকে বলিব না যে, মর্তবায় ইহার কাছাকাছি কে ? কাছাকাছি সে-ই, যে আপন ছাগল ভেড়া লইয়া (লোকালয় হইতে) পৃথক হইয়া রহিয়াছে; কিন্তু উহাতে সে আল্লাহর হক আদায় করে। অতঃপর হুযূর বলিলেন, আমি কি তোমাদিগকে বলিব না যে, সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি কে? সে-ই যাহার নিকট আল্লাহর নামে কিছু চাওয়া হয়, আর সে তাঁহার নামে কিছু দেয় না। – তিরমিযী, নাসায়ী ও দারেমী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ النَّاسِ؟ رَجُلٌ مُمْسِكٌ بِعِنَانِ فَرَسِهِ فِي سَبِيلِ اللَّهِ. أَلَا أُخْبِرُكُمْ بِالَّذِي يَتْلُوهُ؟ رَجُلٌ مُعْتَزِلٌ فِي غُنَيْمَةٍ لَهُ يُؤَدِّي حَقَّ اللَّهِ فِيهَا. أَلَا أُخْبِرُكُمْ بِشَرِّ النَّاسِ
رَجُلٌ يُسْأَلُ بِاللَّهِ وَلَا يُعْطِي بِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيّ
رَجُلٌ يُسْأَلُ بِاللَّهِ وَلَا يُعْطِي بِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيّ
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহর নামে কাহারও নিকট কিছু চাওয়া অন্যায়। ইহাতে আল্লাহর নামের অবমাননা করা হয়; কিন্তু যখন কেহ কিছু চাহিয়া বসে তখন না দেওয়াও বড় অন্যায়। ইহাতেও আল্লাহর নামের অবমাননা হয়। কাহারও মতে আল্লাহর নামে যাজ্ঞাকারীকে কিছু না দেওয়াই উচিত।
