মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯৪০
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযুর! আমার নিকট একটি দীনার আছে, কিসে ব্যয় করিব ? হুযূর বলিলেনঃ ইহা তোমার নিজের জন্য ব্যয় কর। সে বলিল, আমার নিকট আরও একটি আছে। হুযূর বলিলেন, ইহা তোমার সন্তানের জন্য ব্যয় কর। সে বলিল, আমার নিকট আরও একটি আছে। হুযূর বলিলেন, উহা তোমার পরিবারের (অপর লোকদের) জন্য ব্যয় কর। সে বলিল, আমার নিকট আরও একটি আছে। হুযূর বলিলেন, উহা তুমি তোমার খাদেমকে দান কর । অতঃপর সে বলিল, আমার আরও একটি আছে। হুযূর বলিলেন, তবে তুমি অধিক জান (উহা কোথায় ব্যয় করিবে)। – আবু দাউদ ও নাসায়ী
وَعَن أَي هُرَيْرَةَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: عِنْدِي دِينَار فَقَالَ: «أَنْفِقْهُ عَلَى نَفْسِكَ» قَالَ: عِنْدِي آخَرُ قَالَ: «أَنْفِقْهُ عَلَى وَلَدِكَ» قَالَ: عِنْدِي آخَرُ قَالَ: «أَنْفِقْهُ عَلَى أَهْلِكَ» قَالَ: عِنْدِي آخَرُ قَالَ: «أَنْفِقْهُ عَلَى خَادِمِكَ» . قَالَ: عِنْدِي آخَرُ قَالَ: «أَنْت أعلم» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
