মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯২৯
৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা।

দানের শ্রেষ্ঠত্ব লাভ হয় কখনও দাতার কারণে, যথা—দাতা নিজেই দরিদ্র তথাপি দান করে, আর কখনও যাহাকে দান করা হয় তাহার কারণে, যথা— সে অতি মোহ্তাজ মরণাপন্ন অথবা নিকটআত্মীয় অথবা যে বিষয়ে দান করা হয় তাহার কারণে, যথা— জেহাদে।
এ অধ্যায়ের সমস্ত হাদীসই যে শ্রেষ্ঠ দান সম্পর্কে তাহা নহে। কোন কোন হাদীসে শুধু দানের কথাও রহিয়াছে। — অনুবাদক
১৯২৯। হযরত আবু হুরায়রা ও হাকীম ইবনে হেযাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন উত্তম দান হইল যাহা স্বচ্ছলতার সাথে দেওয়া হয় এবং তুমি দান শুরু করিবে তোমার পোষ্যদের ধরিয়া। বুখারী মুসলিম শুধু হাকীম হইতে।
بَابُ أَفْضَلِ الصَّدَقَةِ
عَنْ أَبِي هُرَيْرَةَ وَحَكِيمِ بْنِ حِزَامٍ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى وأبدأ بِمن تعول» . رَوَاهُ البُخَارِيّ وَمُسلم عَن حَكِيم وَحده

হাদীসের ব্যাখ্যা:

“স্বচ্ছলতার সাথে” – যাহার নিজের বা তাহার পরিবারের কষ্ট সহ্য করার ক্ষমতা নাই, দান করিয়া পরে পস্তাইবে, তাহাদের পক্ষে নিজের স্বচ্ছলতা বাকি রাখিয়া অর্থাৎ, নিজের আবশ্যক পরিমাণ বাকি রাখিয়াই দান করা উত্তম। প্রথমে আপন পোষ্যদের জন্য ব্যয় করিবে অতঃপর যে যত ঘনিষ্ট আত্মীয় তাহাকে দান করিবে। তৎপর বাহিরে যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯২৯ | মুসলিম বাংলা