মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯২৭
৬. তৃতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৭। এ হাদীসটিকে ইমাম বায়হাক্বী ’আব্দুল্লাহ ইবনু মাস্’উদ, আবু হুরায়রাহ্ (রাঃ), আবু সা’ঈদ ও জাবির (রাঃ) হতে শু’আবুল ঈমানে নকল করেছেন। তিনি এটি দুর্বল বলেও আখ্যায়িত করেছেন।
وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ عَنْهُ وَعَنْ أبي هُرَيْرَة وَأبي سعيد وَجَابِر وَضَعفه
