মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯২৪
৬. তৃতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৪। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান বন্দা তাহার প্রত্যেক রকম মালের এক জোড়া আল্লাহর রাস্তায় দান করিবে, নিশ্চয় তাহাকে বেহেশতের দ্বাররক্ষীগণ স্বাগত জানাইবেন এবং প্রত্যেকেই তাহাকে নিজের নিকট যাহা আছে তাহার দিকে ডাকিবেন। আবু যর বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, ইহা কেমন করিয়া ইয়া রাসূলাল্লাহ্? তিনি বলিলেন, যদি তাহার উট থাকে দুইটি উট দান করিবে আর গরু থাকিলে দুইটি গরু। —নাসায়ী
عَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُنْفِقُ مِنْ كُلِّ مَالٍ لَهُ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا اسْتَقْبَلَتْهُ حَجَبَةُ الْجَنَّةِ كُلُّهُمْ يَدْعُوهُ إِلَى مَا عِنْدَهُ» . قُلْتُ: وَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: «إِنْ كَانَتْ إِبِلًا فَبَعِيرَيْنِ وَإِنْ كَانَت بقرة فبقرتين» . رَوَاهُ النَّسَائِيّ
