মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯২৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৩। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন আল্লাহ্ তা'আলা যমীন সৃষ্টি করিলেন, যমীন কাঁপিতে লাগিল, অতঃপর আল্লাহ্ পাহাড় সৃষ্টি করিলেন এবং উহার উপর শলাকাস্বরূপ মারিলেন। যমীন স্থির হইল। ফিরিশতাগণ পাহাড়ের এই শক্তি দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং বলিলেন, পরওয়ারদেগার! তোমার সৃষ্টিতে পাহাড় অপেক্ষা শক্তিশালী কোন জিনিস আছে কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, আছে, লোহা । অতঃপর তাহারা জিজ্ঞাসা করিল, পরওয়ারদেগার! তোমার সৃষ্টিতে লোহা অপেক্ষা কোন শক্তিশালী বস্তু আছে কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, আগুন। (আগুন লোহাকেও গলাইয়া দেয়।) অতঃপর তাহারা জিজ্ঞাসা করিলেন, পরওয়ারদেগার! তোমার সৃষ্টিতে আগুন অপেক্ষাও কোন শক্তিশালী জিনিস আছে কি? তিনি বলিলেনঃ হ্যাঁ, পানি। অতঃপর তাহারা জিজ্ঞাসা করিলেন, পরওয়ারদেগার! তোমার সৃষ্টিতে পানি অপেক্ষাও শক্তিশালী কোন জিনিস আছে কি ? তিনি বলিলেনঃ হ্যাঁ আছে, হাওয়া। (হাওয়া সমুদ্রকেও উচ্ছলিত করে।) তখন তাহারা জিজ্ঞাসা করিলেন, পরওয়ারদেগার! তোমার সৃষ্টিতে হাওয়া অপেক্ষাও শক্তিশালী কোন জিনিস আছে ? তিনি বলিলেন, হ্যাঁ আছে—বনি আদম, যে আপন ডান হাতে দান করে আর বাম হাত হইতেও উহাকে গুপ্ত রাখে। (ইহা কম শক্তির পরিচায়ক নহে।) — তিরমিযী। আর তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব। আর হযরত মুআযের হাদীস الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ কিতাবুল ঈমানে উল্লেখ করা হইয়াছে।
وَعَن أنس بن مَالك عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَمَّا خَلَقَ اللَّهُ الْأَرْضَ جَعَلَتْ تَمِيدُ فَخَلَقَ الْجِبَالَ فَقَالَ بِهَا عَلَيْهَا فَاسْتَقَرَّتْ فَعَجِبَتِ الْمَلَائِكَةُ مِنْ شِدَّةِ الْجِبَالِ فَقَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنِ الْجِبَالِ قَالَ نعم الْحَدِيد قَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْحَدِيدِ قَالَ نَعَمِ النَّارُ فَقَالُوا يَا رب هَل من خلقك شَيْء أَشد من النَّار قَالَ نعم المَاء قَالُوا يَا رب فَهَل مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الْمَاءِ قَالَ نَعَمِ الرِّيحُ فَقَالُوا يَا رَبِّ هَلْ مِنْ خَلْقِكَ شَيْءٌ أَشَدُّ مِنَ الرِّيحِ قَالَ نَعَمِ ابْن آدم تصدق بِصَدقَة بِيَمِينِهِ يخفيها من شِمَالِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
وَذُكِرَ حَدِيثُ مُعَاذٍ: «الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ» . فِي كتاب الْإِيمَان
وَذُكِرَ حَدِيثُ مُعَاذٍ: «الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ» . فِي كتاب الْإِيمَان
