মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯১২
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯১২। হযরত সা'দ ইবনে উবাদা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলেন, একদা আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! সা'দের মা (অর্থাৎ আমার মা) মারা গিয়াছেন, তাহার জন্য কোন্ দান উত্তম হইবে? হুযূর (ﷺ) বলিলেনঃ পানি। রাবী বলেন, সুতরাং সা'দ একটি কূপ খনন করিলেন এবং বলিলেন, ইহা (ওফ) সা'দের মার জন্য। –আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمَّ سَعْدٍ مَاتَتْ فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «الْمَاءُ» . فَحَفَرَ بِئْرًا وَقَالَ: هَذِهِ لأم سعد. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯১২ | মুসলিম বাংলা