মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৯১১
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯১১। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমার ভাইয়ের প্রতি তোমার হাস্যমুখ করাও একটা দান, কাহাকেও সৎ কাজের উপদেশ দেওয়াও একটা দান, অপকাজ হইতে নিষেধ করাও একটা দান, পথ হারাইবার জায়গায় কাহাকেও পথ দেখানও তোমার একটি দান, কোন চক্ষুহীন ব্যক্তিকে সাহায্য করাও তোমার একটি দান, পথ হইতে পাথর, কাঁটা বা হাড় সরানও তোমার একটি দান এবং তোমার বালতি হইতে তোমার (অপর) ভাইয়ের বালতি ভরিয়া দেওয়াও একটি দান। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ أَبِي ذَرٍّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيك صَدَقَة وأمرك بِالْمَعْرُوفِ صَدَقَة ن وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالِ لَكَ صَدَقَةٌ وَنَصْرُكَ الرَّجُلَ الرَّدِيءَ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَ وَالْعَظْمَ عَن الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৯১১ | মুসলিম বাংলা