মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৯০৩
৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯০৩। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন একটি স্ত্রীলোককে একটি বিড়ালের দরুন শাস্তি দেওয়া হয়। সে বিড়ালটিকে আটকাইয়া রাখিয়াছিল, যাহাতে সে ভয়ে মরিয়া গেল। সে উহাকে খাদ্যও দিত না এবং ছাড়িয়াও দিত না যাহাতে সে যমীনের কীট পতঙ্গ ধরিয়া খায়। —মোত্তাঃ
بَابُ فَضْلِ الصَّدَقَةِ
وَعَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عُذِّبَتِ امْرَأَةٌ فِي هِرَّةٍ أَمْسَكَتْهَا حَتَّى مَاتَتْ مِنَ الْجُوعِ فَلَمْ تَكُنْ تُطْعِمُهَا وَلَا تُرْسِلُهَا فَتَأْكُلَ مِنْ خَشَاشِ الْأَرْضِ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটিতে প্রত্যক্ষভাবে দানের কথা না থাকিলেও পরোক্ষভাবে তাহা রহিয়াছে। বিপরীত অর্থে ইহা বুঝা যায় যেমন প্রথম হাদীসে বুঝা গিয়াছে।
