মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৯১
৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৮৯১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদিগকে জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে কে রোযাদার হিসাবে ভোরে উঠিয়াছে? উত্তরে হযরত আবু বকর (রাঃ) বলিলেন, হুযূর এ অধীন। অতঃপর হুযুর জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে কে কোন জানাযার নামাযে শরীক হইয়াছে? হযরত আবু বকর বলিলেন, এ অধীন। আবার ছয়ূর জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে কে কোন দরিদ্রকে থানা খাওয়াইয়াছে? হযরত আবু বকর বলিলেন, এ অধীন। পুনরায় হুযুর জিজ্ঞাসা করিলেন, আজ তোমাদের মধ্যে কে কোন রোগীকে দেখিতে গিয়াছে? এবারও হযরত আবু বকর বলিলেন, এ অধীন। ইহা শুনিয়া হুযূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন এতগুলি সদগুণ যাহার মধ্যে একত্র হইবে, সে নিশ্চয় বেহেশতে যাইবে। —মুসলিম
بَابُ فَضْلِ الصَّدَقَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بكر: أَنا قَالَ: «فن تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جِنَازَةً؟» قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا؟» . قَالَ أَبُو بَكْرٍ: أَنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ» . رَوَاهُ مُسلم
