মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৯০
- যাকাতের অধ্যায়
৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৮৯০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি কোন জিনিসের এক জোড়া আল্লাহর রাস্তায় দান করিবে, তাহাকে (কিয়ামতের দিন) বেহেশতের সকল দরজা হইতে আহ্বান করা হইবে অথচ বেহেশতের দরজা রহিয়াছে অনেক (আট); সুতরাং যে ব্যক্তি নামাযীদের অন্তর্গত হইবে, তাহাকে নামাযের দরজা হইতে আহবান করা হইবে। যে ব্যক্তি মুজাহিদদের অন্তর্গত হইবে, তাহাকে জেহাদের দরজা হইতে আহ্বান করা হইবে এবং যে দাতাদের অন্তর্গত হইবে, তাহাকে দানের দরজা হইতে আহ্বান করা হইবে, আর যে ব্যক্তি রোযাদারদের অন্তর্গত হইবে, তাহাকে রাইয়ান (তৃপ্তি) দরজা হইতে আহ্বান করা হইবে। ইহা শুনিয়া হযরত আবু বকর (রাঃ) বলিলেন, যে (ভাগ্যবান) ব্যক্তিকে বেহেশতের দিকে আহ্বান করা হইবে, তাহার পক্ষে সকল দরজা হইতে আহুত হওয়ার কোন আবশ্যকতা নাই (এক দরজা হইতে আহুত হওয়াই যথেষ্ট। তবে কি কেহ সকল দরজা হইতে আহুত হইবে? হুযুর (ছাঃ) বলিলেনঃ হ্যাঁ, আর আমি আশা করি, আপনি তাহাদের মধ্যে একজন হইবেন। — মোত্তাঃ
كتاب الزكاة
بَابُ فَضْلِ الصَّدَقَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ مِنْ شَيْءٍ مِنَ الْأَشْيَاءِ فِي سَبِيلِ اللَّهِ دُعِيَ مِنْ أَبْوَاب الْجنَّة واللجنة أَبْوَابٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَاد دعِي من بَاب الْجِهَاد وَمن كَانَ مَنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ» . فَقَالَ أَبُو بَكْرٍ: مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا؟ قَالَ: «نعم وَأَرْجُو أَن تكون مِنْهُم»