মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৮৫
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৮৫। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) একদিন বেলালের নিকট পৌঁছিলেন, তখন তাহার নিকট খেজুরের একটি স্তূপ ছিল। হুযূর তাহাকে জিজ্ঞাসা করিলেন, বেলাল! এটি কি? বেলাল বলিলেন, সামান্য জিনিস, আগামী দিনের জন্য সঞ্চয় করিয়াছি। হুযূর বলিলেনঃ তুমি কি ভয় কর না যে, কাল কিয়ামতের দিন দোযখের আগুনে তুমি ইহার ধোয়া দেখিতে পাইবে ? বেলাল, ইহা দান করিয়া ফেল এবং আরশের মালিকের পক্ষ হইতে তোমাকে অভাবগ্রস্ত করিয়া দেওয়ার ভয় করিও না।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى بِلَالٍ وَعِنْدَهُ صُبْرَةٌ مِنْ تَمْرٍ فَقَالَ: «مَا هَذَا يَا بِلَالُ؟» قَالَ: شَيْءٌ ادَّخَرْتُهُ لِغَدٍ. فَقَالَ: «أَمَا تَخْشَى أَنْ تَرَى لَهُ غَدًا بخارا فِي نَار جَهَنَّمَ يَوْمَ الْقِيَامَةِ أَنْفِقْ بِلَالُ وَلَا تَخْشَ من ذِي الْعَرْش إقلالا»

হাদীসের ব্যাখ্যা:

ভবিষ্যৎ আবশ্যকের জন্য প্রয়োজন অনুযায়ী কিছু সঞ্চয় করা নাজায়েয নহে। হুযুর আপন বিবিদের জন্য কিছু দিনের অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য সঞ্চয় করিয়া রাখিতেন। তবে নিজের ব্যাপারে সঞ্চয় না করিয়া আল্লাহর উপর তাওয়াক্কুল (ভরসা) করাই আযীমত বা উত্তম এখানে হুযূর বেলালকে আযীমতের শিক্ষা দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৮৫ | মুসলিম বাংলা