মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৮৪
- যাকাতের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৮৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর শেষ রোগে আমার নিকট তাঁহার ছয় কি সাতটি দীনার ছিল। এবং উহা বন্টন করিয়া দেওয়ার জন্য তিনি আমাকে নির্দেশ দিয়াছিলেন; কিন্তু নবী (ﷺ)-এর রোগ আমাকে উহা বন্টন করা হইতে বিরত রাখিয়াছিল। অতঃপর তিনি আমাকে সে সম্পর্কে জিজ্ঞাসা করিলেন এবং বলিলেনঃ সেই ছয় বা সাতটি দীনারের কি হইল ? আয়েশা বলিলেন, বন্টন করা হয় নাই। খোদার কসম! আপনার রোগই আমাকে উহা হইতে বিরত রাখিয়াছে। ইহা শুনিয়া হুযূর উহা আনাইয়া লইলেন, অতঃপর উহা নিজের পবিত্র হাতে রাখিয়া বলিলেন, বল দেখি। আল্লাহর নবীর কি অবস্থা হইবে, যদি তিনি এখন আল্লাহর সহিত সাক্ষাৎ করেন (অর্থাৎ, মৃত্যুবরণ করেন) আর তাঁহার নিকট দীনারগুলি থাকিয়া যায়। —আহমদ
كتاب الزكاة
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي فِي مَرضه سِتَّةُ دَنَانِيرَ أَوْ سَبْعَةٌ فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُفَرِّقَهَا فَشَغَلَنِي وَجَعُ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ سَأَلَنِي عَنْهَا: «مَا فَعَلَتِ السِّتَّةُ أَوِ السَّبْعَة؟» قلت: لَا وَالله لقد كَانَ شَغَلَنِي وَجَعُكَ فَدَعَا بِهَا ثُمَّ وَضَعَهَا فِي كَفِّهِ فَقَالَ: «مَا ظَنُّ نَبِيِّ اللَّهِ لَوْ لَقِيَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَهَذِهِ عِنْدَهُ؟» . رَوَاهُ أَحْمد