মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৮২
- যাকাতের অধ্যায়
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৮২। হযরত আবু যর গেফারী (রাঃ) হইতে বর্ণিত আছে, একদা তিনি খলীফা হযরত ওসমানের দরবারে প্রবেশ করিতে অনুমতি চাহিলেন। খলীফা তাঁহাকে অনুমতি দিলেন আর তিনি তথায় প্রবেশ করিলেন। তখন তাঁহার হাতে ছিল একটি ছড়ি। এ সময় হযরত ওসমান হযরত কা'বে আহবারকে জিজ্ঞাসা করিলেন, আব্দুর রহমান মারা গিয়াছেন এবং অনেক ধন সম্পত্তি রাখিয়া গিয়াছেন, এ সম্পর্কে আপনার অভিমত কি? কা'ব উত্তর করিলেন, যদি তিনি আল্লাহর (নির্ধারিত) হক আদায় করিয়া থাকেন, তাহা হইলে ইহাতে কোন ভয় নাই। ইহা শুনিয়া হযরত আবু যর ছড়ি উঠাইলেন এবং কা'বের গায়ে মারিলেন আর বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যদি এই পাহাড় পরিমাণ সোনাও আমার হয় অতঃপর আমি উহা দান করিতে থাকি আর আমা হইতে উহা কবুলও করা হয়—তাহা হইলেও আমি পছন্দ করি না যে, উহার মাত্র ছয় উকিয়া সোনাও আমি ছাড়িয়া যাই (অর্থাৎ, আমি মনে করিব না যে, এত অর্থ যখন কবুল হইয়াছে এই সামান্য কিছু না হয় থাকুক)। হে ওসমান! আমি আপনাকে খোদার কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি, আপনি কি উহা শুনেন নাই? তিনি ইহা তিনবার জিজ্ঞাসা করিলেন। হযরত ওসমান বলিলেন, হ্যাঁ। – আহমদ
كتاب الزكاة
وَعَنْ أَبِي ذَرٍّ أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى عُثْمَانَ فَأَذِنَ لَهُ وَبِيَدِهِ عَصَاهُ فَقَالَ عُثْمَانُ: يَا كَعْبُ إِنَّ عَبْدَ الرَّحْمَنِ تُوُفِّيَ وَتَرَكَ مَالًا فَمَا تَرَى فِيهِ؟ فَقَالَ: إِنْ كَانَ يَصِلُ فِيهِ حَقَّ اللَّهِ فَلَا بَأْسَ عَلَيْهِ. فَرَفَعَ أَبُو ذَرٍّ عَصَاهُ فَضَرَبَ كَعْبًا وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا أُحِبُّ لَوْ أَنَّ لِي هَذَا الْجَبَلَ ذَهَبًا أُنْفِقُهُ وَيُتَقَبَّلُ مِنِّي أَذَرُ خَلْفِي مِنْهُ سِتَّ أَوَاقِيَّ» . أَنْشُدُكَ بِاللَّهِ يَا عُثْمَانُ أَسَمِعْتَهُ؟ ثَلَاثَ مَرَّاتٍ. قَالَ: نعم. رَوَاهُ أَحْمد
হাদীসের ব্যাখ্যা:
(১) কুরআনে বলা হইয়াছে, যাহারা আল্লাহর রাস্তায় দান না করিয়া সোনা-রূপা কান্য করে (জমা করে), কিয়ামতের দিন উহা গরম করিয়া তাহাদের দাগ দেওয়া হইবে। হযরত আবু যরের মতে যাহার নিকট প্রয়োজনের অতিরিক্ত কিছু আছে, তাহা সবই দান করা তাহার পক্ষে আবশ্যক। অন্যথায় উহা সেই কানযেরই শামিল হইবে। অপর পক্ষে অন্য সাহাবীদের মতে যদি সে যাকাত আদায় করে, তাহা হইলে উহা সেই কানযের শামিল নহে। কোরআনে “আল্লাহর রাস্তায় দান করে না” – অর্থে এখানে 'যাকাত দেয় না বুঝান হইয়াছে। এ ব্যাপারে হযরত আমীরে মুআবিয়ার সাথেও হযরত আবু ঘরের অনেক তর্ক হইয়াছিল। (২) 'উকিয়া'— (৪০) চল্লিশ দিরহাম। এক দিরহাম এক সিকির সামান্য উপরে।