মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৭৫
৫. তৃতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ)-এর কোন কোন বিবি নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করিলেন, আমাদের মধ্যে কে প্রথমে আপনার সাথে মিলিত হইবেন ? হুযুর বলিলেনঃ তোমাদের মধ্যে যাহার হাত বড় সে। আয়েশা বলেন, তখন তাহারা কাঠ খণ্ড লইয়া নিজেদের হাত মাপিতে লাগিলেন। দেখা গেল, বিবি সওদাই সকলের অপেক্ষা দীর্ঘ হাত বিশিষ্টা। কিন্তু পরে আমরা বুঝিতে পারিলাম যে, ‘হাত বড়' অর্থে এখানে বড় দাতাকেই বুঝান হইয়াছে। আমাদের মধ্যে বিবি যয়নবই প্রথমে তাঁহার সহিত মিলিত হইলেন আর তিনিই দানকে ভালবাসিতেন। —বুখারী। কিন্তু মুসলিমের বর্ণনায় আছে, হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মধ্য হইতে আমার সাথে প্রথমে মিলিত হইবে সে, যাহার হাত বড়। আয়েশা বলেন, ইহাতে বিবিগণ পরস্পরে হাত মাপিতে লাগিলেন তাঁহাদের মধ্যে কাহার হাত বড়? আয়েশা বলেন, (পরে দেখা গেল) আমাদের মধ্যে বিবি যয়নবই ছিলেন বড় হাত বিশিষ্টা। কেননা, তিনি নিজের হাত দ্বারা কাজ করিতেন এবং দান করিতেন।
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا؟ قَالَ: أَطْوَلُكُنَّ يَدًا فَأَخَذُوا قَصَبَةً يَذْرَعُونَهَا فَكَانَت سَوْدَة أَطْوَلهنَّ يدا فَعلمنَا بعد أَنما كَانَت طُولُ يَدِهَا الصَّدَقَةَ وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِهِ زَيْنَبُ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ. رَوَاهُ الْبُخَارِيُّ. وَفِي رِوَايَةِ مُسْلِمٍ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «أَسْرَعكُنَّ لُحُوقا بَين أَطْوَلكُنَّ يَدًا» . قَالَتْ: فَكَانَتْ أَطْوَلَنَا يَدًا زَيْنَبُ؟ لِأَنَّهَا كَانَت تعْمل بِيَدِهَا وَتَتَصَدَّق
হাদীসের ব্যাখ্যা:
হুযুরের পর হুযুরের বিবিদের মধ্যে হযরত যয়নবই প্রথমে ইন্তেকাল করিয়াছেন। ইহাই হইল ইতিহাস ও জীবনী গ্রন্থসমূহের বিশ্বস্ততর কথা, যদিও ইমাম বুখারী তাহার সহীহতে ও তারীখে সগীরে বিবি সওদার নাম উল্লেখ করিয়াছেন। বিবি সওদা হযরত মুআবিয়ার আমলে ৫৪ হিজরীতেই ইন্তেকাল করিয়াছেন।
