মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৭২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭২। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এই দুইটি স্বভাব কোন মু'মিনের মধ্যে একত্র হইতে পারে না— কৃপণতা ও দুর্ব্যবহার। —তিরমিযী
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: خصلتان لَا تجتمعان فِي مُؤْمِنٍ: الْبُخْلُ وَسُوءُ الْخُلُقِ . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

কাহারও মধ্যে ইহার একটি থাকা অসম্ভব কিছুই নহে; কিন্তু দুইটির একত্র সমাবেশ তাহার ঈমানের দুর্বলতার পরিচায়ক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৭২ | মুসলিম বাংলা