মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৭১
- যাকাতের অধ্যায়
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭১। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মৃত্যুকালে দান করে অথবা দাসদাসী আযাদ করে, তাহার উদাহরণ সেই ব্যক্তির, যে পেট ভরিয়া খাওয়ার পর (অবশিষ্ট কাহাকেও) হাদিয়া দেয়। —আহমদ, নাসায়ী, দারেমী ও তিরমিযী। তবে তিরমিযী উহাকে সহীহ্ বলিয়াছেন।
كتاب الزكاة
وَعَنْ أَبِي الدَّرْدَاءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلُ الَّذِي يَتَصَدَّقُ عِنْدَ مَوْتِهِ أَوْ يُعْتِقُ كَالَّذِي يُهْدِي إِذَا شَبِعَ» . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيُّ والدارمي وَالتِّرْمِذِيّ وَصحح
tahqiqতাহকীক:তাহকীক চলমান