মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৫৫
- যাকাতের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৫। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি আরাফাতের দিনে এক ব্যক্তিকে সওয়াল করিতে শুনিয়া বলিলেনঃ এই দিনে এবং এই স্থানে তুমি আল্লাহ্ ছাড়া অপরের নিকট সওয়াল করিতেছ ? অতঃপর তিনি তাহাকে চাবুক দ্বারা আঘাত করিলেন। —রযীন
كتاب الزكاة
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ سَمِعَ يَوْمَ عَرَفَةَ رَجُلًا يَسْأَلُ النَّاسَ فَقَالَ: أَفِي هَذَا الْيَوْمِ: وَفِي هَذَا الْمَكَانِ تسْأَل من يغر الله؟ فخفقه بِالدرةِ. رَوَاهُ رزين