মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৫৪
- যাকাতের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৪। সাহাবী হযরত ইবনে সায়েদী (রাঃ) বলেন, একবার খলীফা ওমর আমাকে যাকাত উসূলের জন্য কর্মচারী নিযুক্ত করিলেন। যখন আমি কাজ সমাধা করিলাম এবং উসূলকৃত অর্থ তাহার নিকট দিলাম, তিনি আমাকে কিছু পারিশ্রমিক দিলেন। আমি বলিলাম, আমি উহা শুধু আল্লাহর ওয়াস্তে করিয়াছি; সুতরাং আমার পারিশ্রমিক আল্লাহর নিকটই। উত্তরে তিনি বলিলেন, যাহা আপনাকে দেওয়া হইয়াছে তাহা গ্রহণ করুন। আমিও একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যমানায় এই কাজ করিয়াছিলাম এবং তিনি আমাকে পারিশ্রমিকরূপে কিছু দিয়াছিলেন। তখন আমিও আপনার কথার ন্যায় কথা বলিয়াছিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিয়াছেনঃ সওয়াল করা ব্যতীত যখন কোন জিনিস লাভ করিবে, উহা খাইবে ও অপরকে দান করিবে। –আবু দাউদ
كتاب الزكاة
وَعَن ابْن السَّاعِدِيّ الْمَالِكِي أَنه قَالَ: استعملني عمر بن الْخطاب رَضِي الله عَنْهُم عَلَى الصَّدَقَةِ فَلَمَّا فَرَغْتُ مِنْهَا وَأَدَّيْتُهَا إِلَيْهِ أَمَرَ لِي بِعُمَالَةٍ فَقُلْتُ إِنَّمَا عَمِلْتُ لِلَّهِ وَأجْرِي على الله فَقَالَ خُذْ مَا أُعْطِيتَ فَإِنِّي قَدْ عَمِلْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَمَّلَنِي فَقُلْتُ مِثْلَ قَوْلِكَ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أُعْطِيتَ شَيْئا من غير أَن تسْأَل فَكل وَتصدق» . رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান