মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৪৭
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৪৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মানুষের নিকট সওয়াল করে অথচ উহা হইতে নিজেকে বাঁচাইয়া রাখার মত সম্বল তাহার আছে, সে কিয়ামতের দিন আল্লাহর নিকট হাজির হইবে তখন তাহার সওয়াল তাহার মুখমণ্ডলে ক্ষতস্বরূপ হইবে। এ সময় হুযূরকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! কি পরিমাণ মাল তাহাকে সওয়াল হইতে বাঁচাইয়া রাখিতে পারে? হুযূর বলিলেন, পঞ্চাশ দিরহাম (১২.৫০) অথবা উহার পরিমাণ স্বর্ণ। —আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من سَأَلَ النَّاسَ وَلَهُ مَا يُغْنِيهِ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَمَسْأَلَتُهُ فِي وَجْهِهِ خُمُوشٌ أَوْ خُدُوشٌ أَوْ كُدُوحٌ» . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا يُغْنِيهِ؟ قَالَ: «خَمْسُونَ دِرْهَمًا أَوْ قِيمَتُهَا مِنَ الذَّهَبِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ والدارمي
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৪৭ | মুসলিম বাংলা