মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৩৬
৩. তৃতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩৬। তাবেয়ী যায়দ ইবনে আসলাম বলেন, একবার হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) কিছু দুধ পান করিলেন যাহা তাঁহার নিকট খুব ভাল বোধ হইল। অতঃপর তিনি যে তাঁহাকে উহা পান করাইয়াছে তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই দুধ কোথায় পাইলে ? সে তাঁহাকে একটি কূপের নাম করিয়া জানাইল যে, সে তথায় পৌঁছিলে কতক যাকাতের উট দেখিতে পাইল, যাহাদিগকে রক্ষকরা তথায় পানি পান করাইতেছে এবং উহাদের দুধ দোহন করিতেছে। অতঃপর সে বলিল, আমি উহা আপন মশকে পুরিয়াছি, উহাই ইহা। ইহা শুনিয়া হযরত ওমর আপন হাত গলায় প্রবেশ করাইলেন এবং জোরপূর্বক বমি করিয়া উহা বাহির করিয়া লইলেন। —মালেক ; আর বায়হাকী শোআবুল ঈমানে
عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ قَالَ: شَرِبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ لَبَنًا فَأَعْجَبَهُ فَسَأَلَ الَّذِي سَقَاهُ: مِنْ أَيْنَ هَذَا اللَّبَنُ؟ فَأَخْبَرَهُ أَنَّهُ وَرَدَ عَلَى مَاءٍ قَدْ سَمَّاهُ فَإِذَا نَعَمٌ مِنْ نَعَمِ الصَّدَقَةِ وَهُمْ يَسْقُونَ فَحَلَبُوا مِنْ أَلْبَانِهَا فَجَعَلْتُهُ فِي سِقَائِي فَهُوَ هَذَا: فَأدْخل عمر يَده فاستقاءه. رَوَاهُ مَالِكٌ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ লোকটি অবস্থাপন্ন ছিল যাহার পক্ষে এই দুধ গ্রহণ করা জায়েয ছিল না। তাই তিনি উহা বাহির করিয়া ফেলিলেন। ইহাতে বুঝা গেল যে, নাজায়েয পন্থায় প্রাপ্ত বস্তু জানিয়া কাহারও পক্ষে উহা খাওয়া অর্থাৎ গ্রহণ করা জায়েয নহে।
