মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮৩৫
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩৫। হযরত যিয়াদ ইবনে হারেস সুদায়ী (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া তাঁহার হাতে বায়আত গ্রহণ করিলাম। পরবর্তী রাবী বলেন, অতঃপর যিয়াদ এক দীর্ঘ বর্ণনা দান করেন তৎপর বলেন যে, নবী করীমের নিকট এক ব্যক্তি আসিয়া বলিল, হুযূর ! আমাকে কিছু যাকাতের মাল দিন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যাকাত সম্পর্কে আল্লাহ্ তা'আলা নবী বা অপর কাহারও নির্দেশের অপেক্ষা করেন নাই; বরং তিনি স্বয়ং সে সম্পর্কে নির্দেশ দিয়াছেন এবং (আট রকমের লোকের জন্য) উহাকে আট ভাগে বিভক্ত করিয়াছেন। দেখ, যদি তুমি ঐ আট রকমের কোন এক রকমে পড়িয়া থাক, তাহা হইলে আমি তোমাকে দিতে পারি। – আবু দাউদ
وَعَنْ زِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِيِّ قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْتُهُ فَذَكَرَ حَدِيثًا طَوِيلًا فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ: أَعْطِنِي مِنَ الصَّدَقَةِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَمْ يَرْضَ بِحُكْمِ نَبِيٍّ وَلَا غَيْرِهِ فِي الصَّدَقَاتِ حَتَّى حَكَمَ فِيهَا هُوَ فَجَزَّأَهَا ثَمَانِيَةَ أَجْزَاءٍ فَإِنْ كُنْتَ مِنْ تِلْكَ الْأَجْزَاء أَعطيتك» . رَوَاهُ أَبُو دَاوُد
