মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৩০
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাকাত হালাল নহে অবস্থাপন্ন ব্যক্তির জন্য আর না শক্তিবান পূর্ণাঙ্গ (অবিকলাঙ্গ) ব্যক্তির জন্য। – তিরমিযী, আবু দাউদ, দারেমী,
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحِلُّ الصَّدَقَةُ لِغَنِيٍّ وَلَا لِذِي مِرَّةٍ سَوِيٍّ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد والدارمي

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে ইমাম শাফেয়ী রোযগারক্ষম ব্যক্তির পক্ষে যাকাত গ্রহণ করা হালাল নহে বলিয়া মনে করেন; কিন্তু ইমাম আবু হানীফা (রঃ) তাহার জন্য ইহা হালাল মনে করেন যদি তাহার যাকাত দিবার অথবা কোরবানী করিবার ও ফিতরা দিবার মত মাল না থাকে। কেননা, হুযূর তাঁহার বহু গরীব সাহাবীকে যাকাত দিয়াছেন অথচ তাহাদের সকলেই রোযগারে অক্ষম ছিলেন না। তাঁহার মতে হাদীসটি মনসুখ অথবা ইহার অর্থ, এইরূপ ব্যক্তির পক্ষে যাকাত গ্রহণ করা উত্তম নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮৩০ | মুসলিম বাংলা