মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৮২৯
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮২৯। হযরত আবু রাফে (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বনী মাখযুম গোত্রের এক ব্যক্তিকে যাকাত উসূলের জন্য কর্মচারী নিযুক্ত করিয়া পাঠাইলেন। (কর্মস্থলে গমনকালে) তিনি আবু রাফে'কে বলিলেন, আমার সাথে চল যাহাতে তুমিও উহার কিছু পাইতে পার। তিনি বলিলেন, না, যে পর্যন্ত না আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট যাইয়া তাঁহাকে জিজ্ঞাসা করি। অতঃপর তিনি নবী করীম (ﷺ)-এর নিকট গেলেন এবং তাঁহাকে ইহা জিজ্ঞাসা করিলেন। নবী করীম (ﷺ) উত্তরে বলিলেনঃ আমাদের (বনী হাশেম গোত্রের) জন্য যাকাত হালাল নহে আর কোন গোত্রের দাস তাহাদের মধ্যেই গণ্য। (আর তুমি আমাদেরই দাস।) — তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী
عَنْ أَبِي رَافِعٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ رَجُلًا مِنْ بَنِي مَخْزُومٍ عَلَى الصَّدَقَةِ فَقَالَ لِأَبِي رَافِعٍ: اصْحَبْنِي كَيْمَا تُصِيبُ مِنْهَا. فَقَالَ: لَا حَتَّى أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْأَلَهُ. فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ فَقَالَ: «إِنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لَنَا وَإِنَّ مَوَالِيَ الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
