মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮২৪
৩. প্রথম অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮২৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোন খাদ্য আনা হইত, তিনি জিজ্ঞাসা করিতেন। ইহা হাদিয়া না সদকা ? যখন বলা হইত, ইহা সদকা, তখন তিনি তাহার সহচরদিগকে বলিতেন, তোমরা খাও এবং নিজে খাইতেন না। আর যখন বলা হইত, হাদিয়া, তখন তিনি উহাতে হাত দিতেন এবং তাহাদের সহিত খাইতেন। — মোত্তাঃ
بَابٌ مِمَّنْ لَا تَحِلُّ لَهُ الصَّدَقَةُ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِطَعَامٍ سَأَلَ عَنْهُ: «أَهَدْيَةٌ أَمْ صَدَقَةٌ؟» فَإِنْ قِيلَ: صَدَقَةٌ: قَالَ لِأَصْحَابِهِ: «كُلُوا» وَلَمْ يَأْكُلْ وَإِنْ قِيلَ: هَدِيَّةٌ ضَرَبَ بِيَدِهِ فَأَكَلَ مَعَهم

হাদীসের ব্যাখ্যা:

‘সদকা’– যাহা সওয়াবের নিয়তে গরীবদের দান করা হয় অথবা যাহা মালের দেয় কর্তব্য সম্পাদনার্থে তাহাদিগকে দেওয়া হয় যথা যাকাত ও ফিতরা।
'হাদিয়া'—উপহার যাহা বন্ধু-বান্ধব বা কোন সম্মানী ব্যক্তির সম্মান ও মনস্তুষ্টির জন্য দেওয়া হয়। নবী করীম (ﷺ)-এর জন্য যাবতীয় সদকাই হারাম ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৮২৪ | মুসলিম বাংলা